• এশিয়া কাপ ২০১৮
  • " />

     

    সবটুকু উজাড় করেই খেলেছে বাংলাদেশ: মাশরাফি

    সবটুকু উজাড় করেই খেলেছে বাংলাদেশ: মাশরাফি    

     

    আবারও ফাইনাল, আবারও একটুর জন্য ট্রফি উঁচিয়ে না ধরতে পারার আক্ষেপ। শেষ বলে কেদার যাদব জিতিয়ে দিলেন ভারতকে, একরাশ হতাশা নিয়েই মাঠ ছাড়ল বাংলাদেশ। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বলছেন, সবটুকু উজাড় করেই খেলেছে বাংলাদেশ।

    লিটন-মিরাজে শুরুটা দুর্দান্ত হয়েছিল বাংলাদেশের। তবে ইনিংসের মাঝপথে এসে খেই হারিয়ে ফেলে তারা। শেষ পর্যন্ত তাই স্কোরটাও ২৫০ পেরোয়নি। ম্যাচশেষে এই আক্ষেপটাই বেশি পোড়াচ্ছে মাশরাফিকে, ‘আমরা শেষ বল পর্যন্ত লড়াই করেছি। হৃদয়ের পুরোটা দিয়েই খেলেছে সবাই। ব্যাটিং ও বোলিংয়ে অবশ্যই কিছু ভুল হয়েছে। বিশেষ করে আমরা যখনই ২৪০ রানের ওপরে করি, আমরা ম্যাচ জিতি। ব্যাটসম্যানদের থেকে তাই প্রত্যাশাটা একটু বেশিই ছিল।’

    ২২২ রানের পুঁজি নিয়েও শেষ বল পর্যন্ত লড়াই করেছে বাংলাদেশ, এতে গর্বিত মাশরাফি, ‘বোলাররা দারুণ পারফর্ম করেছে। অনেকেই বলছেন মুস্তাফিজকে কেন শেষ ওভার করানো হয়নি। ভারত প্রতি বলেই রান নিচ্ছিল, ওকে ৪৯তম ওভারে বল দেওয়াটা জরুরি ছিল। ওই সময়ে তাই স্পিনারকে আনতে চাইনি।’

    একদিকে ভারতের শিরোপা উল্লাস চলছে, অন্যদিকে মুশফিক-লিটনদের মুখে রাজ্যের হতাশা। হতাশাটা হয়ত মাশরাফির একটু বেশিই। এবারো এত কাছে এসে দলকে এনে দিতে পারলেন না পরম আরাধ্য সেই শিরোপা।