• আইপিএল ২০২৪
  • " />

     

    অরেঞ্জ ক্যাপের দৌড়ে এগিয়ে কারা

    অরেঞ্জ ক্যাপের দৌড়ে এগিয়ে কারা    

    এবারের আইপিএলে চলছে রানের বন্যা। আজ নিজেদের দলীয় সংগ্রহের রেকর্ড চুরমার করে নতুন করে গড়ল সানরাইজার্স হায়দরাবাদ। এই মৌসুমেই এর মধ্যে হয়ে গিয়েছে দলীয় সংগ্রহের তালিকার শীর্ষ তিনটি। এই একটি পরিসংখ্যানই যথেষ্ট এবারের আসরের রানপ্রসবা উইকেটগুলো বুঝাতে। ব্যাটাররা তাই মন ভরেই রান তুলছেন, সেটাও প্রশংসনীয় স্ট্রাইক রেটে। আর সেই রানের দৌড়ে তাই তালিকায় রদবদল হচ্ছে ঘনঘনই। এক নজরে দেখে নিন অরেঞ্জ ক্যাপের দৌড়ে এগিয়ে আছেন কারা।

     

    ভিরাট কোহলি
    ম্যাচ: ৭
    রান: ৩৬১
    ব্যাটিং গড়: ৭২.২০
    স্ট্রাইক রেট: ১৪৭.৩৪
    সর্বোচ্চ: ১১৩*

     

    রিয়ান পরাগ
    ম্যাচ: ৬
    রান: ২৮৪
    ব্যাটিং গড়: ৮৪*
    স্ট্রাইক রেট: ১৫৫.১৯
    সর্বোচ্চ: ৮৪*

     

    সাঞ্জু স্যামসন
    ম্যাচ: ৬
    রান: ২৬৪
    ব্যাটিং গড়: ৬৬.০
    স্ট্রাইক রেট: ১৫৫.২৯
    সর্বোচ্চ: ৮২*

     

    রোহিত শর্মা
    ম্যাচ: ৬
    রান: ২৬১
    ব্যাটিং গড়: ৫২.২০
    স্ট্রাইক রেট: ১৬৭.৩০
    সর্বোচ্চ: ১০৫*

     

    শুবমান গিল
    ম্যাচ: ৬
    রান: ২৫৫
    ব্যাটিং গড়: ৫১.০০
    স্ট্রাইক রেট: ১৫১.৭৮
    সর্বোচ্চ: ৮৯*