• আইপিএল ২০২৪
  • " />

     

    পার্পল ক্যাপের দৌড়ে এগিয়ে কারা

    পার্পল ক্যাপের দৌড়ে এগিয়ে কারা    

    বোলারদের জন্য রীতিমত দুর্বিষহ এক আইপিএল যাচ্ছে। সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে যুক্তরাষ্ট্রের উইকেটগুলোর মতই উইকেট বানানোর চেষ্টা করা হচ্ছে এবারের আসরে। তাতে বোলারদের লাইন-লেংথ খুঁজে পেতে বেশ বেগ পেতে হচ্ছে; সেটা পাওয়া গেলেও ক্ষুদ্রাতিক্ষুদ্র ভুলের মাশুল দিতে হচ্ছে বহুগুণে। তবে এর মাঝেও আলো ছড়িয়ে চলেছেন অনেকে। উইকেট তেমন একটা না পেলেও অনেকে আবার রান আটকানোর কাজটা করে চলেছেন দক্ষতার সাথে।

    এর দুটোই মোস্তাফিজুর রহমান করে চলেছিলেন চীপকের মাঠে। তবে ঘরের বাইরে দুই ম্যাচে রান গুনেছেন, উইকেটও পাননি তেমন। গত ম্যাচের পর তাই আর পার্পল ক্যাপটা ফেরত পাওয়া হয়নি তার। তবে দৌড়ে আছেন ভালমতই। সেই সাথে তালিকায় ফিরেছে বেশ কিছু পরিচিত মুখ। এক নজরে দেখে নেওয়া যাক সর্বোচ্চ উইকেট শিকারির দৌড়ে এবার কারা এগিয়ে আছেন।

     

    যুঝবেন্দ্র চেহেল
    ম্যাচ: ৬
    উইকেট: ১১
    ইকোনমি রেট: ৭.৪০
    সেরা বোলিং ফিগার: ৩/১১

     

    জাসপ্রিত বুমরাহ
    ম্যাচ: ৬
    উইকেট: ১০
    ইকোনমি রেট: ৬.০৮
    সেরা বোলিং ফিগার: ৫/২১

     

    মোস্তাফিজুর রহমান
    ম্যাচ: ৫
    উইকেট: ১০
    ইকোনমি রেট: ৯.১৫
    সেরা বোলিং ফিগার: ৪/২৯

     

    প্যাট কামিন্স
    ম্যাচ: ৬
    উইকেট: ৯
    ইকোনমি রেট: ৭.৮৭
    সেরা বোলিং ফিগার: ৩/৪৩

     

    কাগিসো রাবাদা
    ম্যাচ: ৬
    উইকেট: ৯
    ইকোনমি রেট: ৭.৯৫
    সেরা বোলিং ফিগার: ২/১৮