• বাংলাদেশ-ভারত সিরিজ ২০১৫
  • " />

     

    বাংলাদেশের যত রেকর্ড

    বাংলাদেশের যত রেকর্ড    

    শুধু একটা সিরিজ জয় নয়, ভারতের সঙ্গে ঐতিহাসিক জয়ে রেকর্ডবুকেও অনেক কিছু নতুন করে লিখিয়েছে বাংলাদেশ। দেখে নেয়া যাক, এক নজরে কিছু রেকর্ডঃ

     

     

    -ভারতের সঙ্গে এই প্রথম দ্বিপক্ষীয় সিরিজ জিতল বাংলাদেশ। 

     

    - দেশের মাটিতে টানা ১০ জয়ের রেকর্ড করল বাংলাদেশ।

     

    - ৬ উইকেট নিয়ে বাংলাদেশের তৃতীয় সেরা বোলিংয়ের রেকর্ড এখন মুস্তাফিজুরের। 

     

    -ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচে ১১ উইকেট নিলেন মুস্তাফিজুর, প্রথম দুই ম্যাচে এত বেশি উইকেট নেওয়ার কীর্তি আর কারও নেই

     

    - বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে সাড়ে চার হাজার রান পেয়েছেন তামিম ইকবাল। 

     

    - বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ৫০ ছাড়ানো ইনিংসে তামিমকে ছুঁয়ে ফেললেন সাকিব। দুজনেই খেলেছেন ৩৬টি করে পঞ্চাশোর্ধ্ব ইনিংস। 

     

    - এর আগে ওয়ানডেতে যে দুইবার ১০ ওভার পূর্ণ করেছেন নাসির, দুবারই ৩৩ রানে পেয়েছেন ২ উইকেট।