• বাংলাদেশ-ভারত সিরিজ ২০১৫
  • " />

     

    হারেও অনেক মুক্তামাণিক্য

    হারেও অনেক মুক্তামাণিক্য    

    ৭৭ রানে শেষ ম্যাচ হেরে যাওয়ায় বাংলাওয়াশ হলো না। তারপরও এই ম্যাচ থেকে কিছু প্রাপ্তি সঙ্গী হয়েছে বাংলাদেশের। দেখে নেয়া যাক একনজরে... 

     

    - শেষ ম্যাচে ২ উইকেট নিয়ে সিরিজে ১৩ উইকেট হলো মুস্তাফিজুরের। তিন ম্যাচের সিরিজে এটাই সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড। পাকিস্তানের সঙ্গে রায়ান হ্যারিসও তিন ম্যাচেই ১৩ উইকেট পেয়েছিলেন, তবে সেটা ছিল পাঁচ ম্যাচের সিরিজ।

     

    - ক্যারিয়ারের প্রথম তিন ম্যাচে সবচেয়ে বেশি উইকেট পাওয়ার কীর্তি মুস্তাফিজুরের।

     

    - ভারতের সঙ্গে সবমিলিয়ে ১৬ ম্যাচে ২০ উইকেট হলো মাশরাফি বিন মুর্তজার।  ভারতের বিপক্ষে  এরচেয়ে বেশি উইকেট নেই বাংলাদেশের অন্য কোনো বোলারের। আজ তিন উইকেট নিয়ে মাশরাফি পেরিয়ে গেছেন মোহাম্মদ রফিকের ১৮ উইকেটের রেকর্ড।

     

    - অন্তত দশ ইনিংস খেলেছেন, এমন বাংলাদেশের ব্যাটসম্যানের মধ্যে সবচেয়ে বেশি গড় ৪০.৬ এখন সৌম্য সরকারের। এর আগে সবচেয়ে বেশি গড় ছিল সাকিব আল হাসানের (৩৫.২)। আজ ৩৪ বলে ৪০ রান করেছেন সৌম্য।

     

    - অন্তত দশ ইনিংস খেলেছেন, এমন ক্রিকেটারের মধ্যে মোট রানের শতকরা বাউন্ডারি হারের দিক দিয়ে সৌম্য সরকার আছেন তিনে। সৌম্যর মোট রানের ৬৫ শতাংশই এসেছে বাউন্ডারি থেকে। সব মিলে সৌম্যর ওপরে আছেন শুধু ব্রেন্ডন ম্যাককালাম ও ক্রিস গেইল।

     

    - ঘরের মাঠে টানা ১০ জয়ের পর হারলো বাংলাদেশ। তবে ভারতের বিরুদ্ধে প্রথমবারের মতন ওয়ানডে সিরিজ জিতে নিলো টাইগাররা।